দেশের খবর
ঝাড়গ্রামের আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপি, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান যেমন হচ্ছে, তেমনই জঙ্গলমহলে একটার পর একটা গ্রাম পঞ্চায়েত হাতছাড়াও হচ্ছে বিজেপির। এবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস।
এবং নতুন পঞ্চায়েত প্রধানও নির্বাচন হল। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে রগড়া পঞ্চায়েতের ৫টি তৃণমূল, আর ৫টি আসন বিজেপির দখলে যায়। রগড়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১০টি। নির্বাচনের পর বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু কোনও উন্নয়নমূলক কাজ কর্ম না হওয়ায় বিজেপির পাঁচ জন পঞ্চায়েত সদস্য দল ছেড়ে দেন। গত ২৮ নভেম্বর বিজেপির ৫ পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে রগড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন সংখ্যা শূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস রগড়ায় পঞ্চায়েত বোর্ড গঠন করে। প্রধান নির্বাচিত হন পঞ্চানন দাস। উপ-প্রধান হন সাবিত্রী সিং। প্রধান নিবার্চনের পর পঞ্চায়েত সদস্য ও দলের কর্মীদের নিয়ে মিছিল করে তৃণমূল। মিছিলে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ, জেলা সাধারণ সম্পাদক কালিপদ সুর, তৃণমূল নেতা অনুপ মাহাতো সহ আরও অনেকে।