দেশের খবর
ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনে রুশ হামলায় মৃত্যু হল দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার। এবার প্রাণ হারালেন পঞ্জাবের পড়ুয়া চন্দন জিন্দাল (২২)। চন্দনের বাড়ি পঞ্জাবের বারনালায়। তিনি ইউক্রেনের ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।
জানা গিয়েছে, চন্দন ভিন্নিতসিয়ার এক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান। ইতিমধ্যেই তাঁর বাবা মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন। এদিকে বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কিভে আর কোনও ভারতীয় আটকে নেই। তাঁরা ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশ গুলোতে চলে গিয়েছেন। ভারতীয়দের উদ্ধার করতে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোতে মোট ২৬টি বিমান পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা জানিয়েছেন, রোমানিয়ার বুখারেস্ট, হাঙ্গেরির বুদাপেস্ট, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলির মাধ্যমে ভারতীয়দের উদ্ধারকাজ চালানো হবে।