দেশের খবর
কুন্নুর কপ্টার দুর্ঘটনায় আরও এক মৃত্যু, প্রয়াত ক্যাপ্টেন বরুণ সিং

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তামিলনাড়ুর কুন্নুরে গত ৮ ডিসেম্বর কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন সেনা আধিকারিকের। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তবে শেষ রক্ষা হল না। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনিও। হাসপাতাল সূত্রেই জানানো হয়েছিল, দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও বিপদমুক্ত নন বরুণ সিং। তাঁর দেহের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সেরা চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য বায়ুসেনার তরফে তাঁকে বেঙ্গালুরুর সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি যদি সুস্থ হয়ে উঠতেন, তবে গত সপ্তাহের ওই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যেত। কিন্তু টানা সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও জীবন যুদ্ধে হেরে গেলেন বরুণ সিং।
বুধবার বায়ুসেনার পক্ষ থেকে বরুণ সিংয়ের মৃত্যুর কথা জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৮ তারিখ তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটনে সেনা স্কুলে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় সেনার এমআই-১৭, ভি৫ হেলিকপ্টারটি বেলা ১২টা ৪০ নাগাদ কুন্নুরে নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। কিন্তু তিনিও আজ প্রয়াত হলেন।