দেশের খবর
রায়গঞ্জে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ কোভিড ওয়ার্ডে মৃত্যু হয় ওই বৃদ্ধার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোভিডবিধি মেনে পরিবারের সম্মতিতে রবিবার রাতে ওই বৃদ্ধার মৃতদেহ বন্দর শ্মশানে দাহ করা হবে।
গত পাঁচদিন ধরে ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন। শনিবার তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম চামেলী রায় (৮৬)।
রায়গঞ্জ শহরের কুমারডাঙ্গি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেছেন, ‘কোভিডবিধি মেনে পুলিশ প্রশাসন ও পুরসভার অনুমতি নিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ সৎকার করা হবে।’