সঙ্গী ঘোড়ার অ্যাম্বুলেন্সের পিছন ৮ কিমি ছুটে হাসপাতাল পৌঁছলো আরেক সঙ্গী !
Connect with us

ভাইরাল খবর

সঙ্গী ঘোড়ার অ্যাম্বুলেন্সের পিছন ৮ কিমি ছুটে হাসপাতাল পৌঁছলো আরেক সঙ্গী !

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নেট দুনিয়ার মাধ্যমে এমন কিছু খবর বা ভিডিও আমাদের সামনে আসে যা দেখে বা পড়ে আমরা সত্যিই অবাক ও বিস্মিত হই। আবার অনেক সময় চোখে জলও এনে দেয় কিছু খবর। বন্ধু বা সঙ্গীর প্রতি স্নেহ, সহানুভূতি, বিশ্বাস, ভালোবাসা থাকাটা খুবই স্বাভাবিক।

কিন্তু আজকের যুগে এই অনুভূতিগুলো কোথাও যেন হারিয়ে যেতে বসেছে। হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিগুলোর কদর আজ নেই বললেই চলে। কিন্তু তাও সেই অনুভূতিগুলো একেবারে মরে যায় না। কখনও কখনও বিশেষ পরিস্থিতিতে ঠিকই প্রকাশ পায়। মানুষের এই অনুভূতিগুলো আছে বলেই সে অন্যান্য জীবের থেকে আলাদা, উন্নত। কিন্তু অনেক সময় অন্যান্য প্রাণীর মধ্যেও এই অনুভূতিগুলো দেখতে পাওয়া যায়। আর তখন সত্যি আমরা অবাক হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে পড়ি আবেগঘন। এই রকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে। অনেক মানুষই সেই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। রাজস্থানের উদয়পুরে রাস্তায় আহত হয়ে পড়েছিল একটি ঘোড়া।

তাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে উদয়পুরের হরিদাসজী মগরির এক বাসিন্দা তৎক্ষণাৎ একটি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা চলে আসেন অ্যাম্বুলেন্স নিয়ে ওই ঘোড়াটিকে উদ্ধারের জন্যে। এরপর অ্যাম্বুলেন্সের চালক গাড়ি চালাতে চালাতে দেখতে পান যে গাড়ির পিছনে পিছনে আরেকটি ঘোড়া ছুটে আসছে। এই দৃশ্য দেখে তারা গাড়ির গতিও কমিয়ে দেয়। প্রায় দীর্ঘ ৮ কিমি পথ সেই ঘোড়াটি ছুটে আসে অ্যাম্বুলেন্সের পিছন পিছন। সঙ্গীর অ্যাম্বুলেন্সের পিছনে ছুটে আসা ঘোড়াটিকে দেখে সকলেই অবাক হয়ে যায়। জানা গিয়েছে, আহত ঘোড়াটির সঙ্গী হল এই ঘোড়াটি। এই মুহূর্তে আহত ঘোড়াটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং সঙ্গী ঘোড়াটিকেও হাসপাতাল চত্বরে রাখা হয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement