বাংলার খবর
আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যকর দাবি করল মৃতের পরিবার। রাজ্যের তরফে পেশ করা আনিস খানের মৃত্যুর রিপোর্টে তদন্তে খামতি আছে বলে হাইকোর্টের কাছে বিস্ফোরক এই দাবি করল মৃত ছাত্রের পরিবার।
জানা গিয়েছে, রাজ্যের তরফে রিপোর্ট পেশের পর আনিসের পারিবারিক আইনজীবী ‘ওই রিপোর্ট ভুল আছে” বলে দাবি করেন। এছাড়াও মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,”বিষয়টিকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে।”
এই বিষয়ে তিনি আরও বলেন, ”রিপোর্টে আমরা খুশি নই, কোনও তদন্ত হচ্ছে না, অনুসন্ধান হচ্ছে না। অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে না। তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা হচ্ছে না। অন্য সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানাচ্ছি।” এদিন আদালতে এমনই বক্তব্য রেখেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। এদিকে, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ মামলাকারীদের। ”কী কী খামতি রয়েছে হলফনামা দিয়ে জানান”, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কাছে জবাবদিহি চাইল হাইকোর্ট
অন্যদিকে, বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় এবার আগামী দু-সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করল Calcutta High Court। আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজ্যের জবাব তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক
চাকরি এবং আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাট গণহত্যা নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নিয়ম না মেনেই রামপুরহাট গণহত্যায় ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্য সরকার।