খেলা-ধূলা
তাঁর রেকর্ড স্পর্শ করায় আজাজকে বিশেষ বার্তা অনিল কুম্বলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অনিল কুম্বলে। ইংল্যান্ডের জিম লেকারের পর তিনিই ছিলেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।
শনিবার ওয়াংখেড়েতে ২২ বছর আগের কুম্বলের সেই রেকর্ডকে স্পর্শ করলেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। ভারতের বিরুদ্ধে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ১১৯ রান দিয়ে একাই নিলেন ১০ উইকেট। তারপরই টুইটারে ভারতীয় বংশোদ্ভূত এই কিউয়ি স্পিনারকে অভিনন্দন জানিয়ে কুম্বলে লিখেছেন, ‘আমাদের পারফেক্ট টেন ক্লাবে তোমাকে স্বাগত অজাজ প্যাটেল। দারুণ বল করেছো! টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে এ ভাবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।’ যাঁকে স্পর্শ করলেন সেই কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে পাওয়া এই প্রশংসা নবাগত আজাজের কাছে সবথেকে বড় সার্টিফিকেট, তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু কুম্বলে নন, গোটা বিশ্ব থেকেই আসা শুভেচ্ছার বন্যায় ভাসছেন আজাজ। তবে আজাজের এই ১০ উইকেট নেওয়াটা একটু স্পেশাল। কারণ জিম লেকার এবং কুম্বলে, দু’জনেই নিজেদের ঘরের মাটিতে এই নজির গড়ছিলেন। সেখানে আজাজ বিদেশের মাটিতে সেই রেকর্ড স্পর্শ করলেন। নজির গড়ার পর আজাজ বলেছেন, ‘এ ভাবে স্বপ্ন সত্যি হবে কল্পনা করতে পারিনি। ভারতে এসে মুম্বইয়ের মাটিতে এই বোলিং আমার কাছে স্বপ্নের মতো। নিজের জন্মভূমিতে এই কৃতিত্বের জন্য আমি খুবই খুশি। ওয়াংখেড়ে আমার কাছে স্পেশাল মাঠ। সেই মাঠে দলকে সাহায্য করতে পেরে আমি গর্বিত।’