বাংলার খবর
ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে! ৪ বিজেপি বিধায়কের বিদ্রোহ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন বামপন্থীদের শাসন ছিল ত্রিপুরায়। বামপন্থীদের হটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। কিন্তু তার পর থেকেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে ত্রিপুরা বিজেপির অন্দরে। বিদ্রোহীদের সংখ্যাও বাড়ছে।
দীর্ঘদিন যাবৎ ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ত্রিপুরায় যখন তৃণমূল তাদের সাংগঠনিক জোর বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে সময় গেরুয়া শিবিরের চার বিধায়ক রীতিমতো প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। ইতিমধ্যেই বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের অনুন্নতির কথা জানিয়ে ঘোষণা করেছেন, তিনি আর বিজেপির ভোটে অংশগ্রহণ করবেন না। পাশাপাশি বিজেপি বিধায়ক আশীষ সাহা, দিবাচন্দ্র রাংখল, বুর্বমোহন ত্রিপুরার মতো বিধায়করা বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে রীতিমত বিদ্রোহ ঘোষণা করলেন।
জানা গিয়েছে, বিক্ষুব্ধ বিধায়করা দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন জেলায়। পাশাপাশি দল ছাড়ার প্রস্তুতিও তাঁরা নিয়ে ফেলেছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য খবর হল, এই চার বিধায়ক যদি দল থেকে ইস্তফা দেন, তাহলে ত্রিপুরায় বিজেপিকে সরকার ধরে রাখতে গেলে নির্ভর করতে হবে শরিক দলের ওপর। সবমিলিয়ে ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় কিন্তু বিপ্লব দেব সরকার রীতিমতো চাপের মুখে।