দেশের খবর
বন্যায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, ২৪ জনের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। এখনও পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা প্রায় ২৪। নিখোঁজ শতাধিক। অন্যদিকে, তিরুপতিতে আটকে রয়েছেন বহু পুন্যার্থী। লাগাতার বৃষ্টিতে প্লাবিত বহু এলাকা।
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৪০০ গ্রামের। উদ্ধার কাজ চালাচ্ছে দমকল, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সকাল থেকেই কাড়াপ্পা এবং অনন্তপুর জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জেরে হড়পা বানে নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নামায় রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতি থেকে কাড়াপা যাওয়ার সড়ক এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান এবং ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।