মুখ্যমন্ত্রীর উপহার, নতুন ১৩টি জেলা পেল এই রাজ্য
Connect with us

দেশের খবর

মুখ্যমন্ত্রীর উপহার, নতুন ১৩টি জেলা পেল এই রাজ্য

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রথমে ছিল ১৩ ফের আরও ১৩ যোগ করে হল ২৬। না এটা কোনও অঙ্ক নয়। এবার অন্ধ্রপ্রদেশে আরও ১৩টি নতুন জেলার সূচনা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy। যারফলে এবার থেকে অন্ধ্রপ্রদেশে মোট জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬টি।

জানা গিয়েছে, ৪ এপ্রিল সোমবার এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন ওই ১৩টি জেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আরও জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় সংসদীয় আসনের ভিত্তিতে এই নতুন জেলাগুলি গঠন করা হয়েছে। যারফলে আগের ১৩ জেলার সঙ্গে বর্তমানে নতুন করে আরও ১৩টি জেলা সংযুক্ত করা হল। অন্ধ্রপ্রদেশে এখন ২৬টি জেলার অংশ হিসাবে ২৩টি রাজস্ব বিভাগ থাকবে। বিকেন্দ্রীভূত পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ”লোকেরা সরকারের বিকেন্দ্রীকৃত রূপকে গ্রহণ করেছে এবং প্রশংসা করেছে। কারণ, সরকারি নানা প্রকল্পগুলি সরাসরি তাঁদের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে এবং এটি এখন জেলাগুলিতেও প্রসারিত হচ্ছে।”

আরও পড়ুন: রয়েছে ৩ সন্তান, ১০০০ সরকারি কর্মচারীকে শোকজ নোটিশ ধরাল এই রাজ্য

এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”এর আগে ওয়ার্ড ভিত্তিক জেলাগুলির হিসেবে প্রতিজেলায় গড় জনসংখ্যা ছিল ৩৮ লাখ ১৫ হাজার। এবার থেকে জেলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতি জেলায় গড়ে জনসংখ্যা থাকবে ১৯ লাখ ৭ হাজার। এছাড়াও একটি উপজেলা ছাড়া ৬ থেকে ৮টি বিধানসভা নিয়ে নতুন একটি জেলা গঠন করা হয়েছে। নতুন জেলা গঠনের মাধ্যমে উন্নত শাসন, শান্তি, নিরাপত্তা ও স্বচ্ছতা থাকবে। সরকার গ্রাম, ওয়ার্ড এবং জেলা পর্যায়ে বিকেন্দ্রীভূত শাসনের দিকে মনোনিবেশ করছে। ২৩টি রাজস্ব বিভাগ গঠন করা হয়েছে অন্ধ্রপ্রদেশের জনগণের সব দাবি পূরণ করার জন্য।”

Advertisement

আরও পড়ুন: বেপরোয়া ভাবে বাড়ছে জ্বালানির দাম, হাঁসফাঁস অবস্থা আমজনতার

একনজরে দেখে নিন নতুন জেলাগুলির নাম 1. Manyam District – Parvathipuram
2. Alluri Sitharama Raju District – Paderu
3. Anakapalli – Anakapalli
4. Kakinada – Kakinada
5. Kona Seema – Amalapuram
6. Eluru – Eluru
7. NTR District – Vijayawada
8. Bapatla – Bapatla
9.Palnadu – Narsaraopeta
10.Nandyal – Nandyal
11. Sri Satyasai District – Puttaparthy
12. Annamayya District – Rayachoty
13. Sri Balaji District – Tirupati।

Advertisement