দেশের খবর
ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভূমিকম্প যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে সেটা কারও অজানা নয়। নেপালের ভূমিকম্পের কথা উঠলেই এখনও অনেকের বুক কেঁপে ওঠে। কারণ ভূমিকম্প নেপালে যে ধ্বংসলীলা চালিয়েছিল তা আজও চোখের সামনে ভাসে। সুতরাং ভূমিকম্পকে ভয় পাওয়া স্বাভাবিক।
আর সেই কারণেই আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ ঘড়িতে ভোর ৪টে ৫৬ বাজতেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় ভিড় জমায়। কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ রিখটার স্কেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল উপসাগর থেকে ৬১৮ কিলোমিটার উত্তরে মাটির ৮০ কিলোমিটার গভীরে ছিলে ভূমিকম্পের উৎসস্থল। মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসলেও, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।