বাংলার খবর
দেশের অর্থনৈতিক উপদেষ্টা হলেন অনন্ত নাগেশ্বরণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় বাজেট পেশ করার জন্য যখন তোড়জোড় চলছে, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল ডক্টর ভি অনন্ত নাগেশ্বরণকে। শনিবার থেকেই তাঁকে দায়িত্ব গ্রহণ করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, নাগেশ্বরণ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পার্ট টাইম সদস্য ছিলেন। এর আগে তিনি ভারত এবং সিঙ্গাপুরের বেশ কয়েকটি বিজিনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে শিক্ষকতা করেছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং আমহার্স্টের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন নাগেশ্বরণ। তাঁর অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে অনন্ত নাগেরশ্বরণকে নিয়োগ করা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।