বাংলার খবর
বাঁকুড়ায় হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার হাতির আক্রমণে এক বৃদ্ধারর মৃত্যু হল বাঁকুড়ায়। রবিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার কোচডিহি পঞ্চায়েতের বুড়িআঙ্গারি গ্রামে। মৃত মহিলার নাম লক্ষ্মী সোরেন। বয়স ৫৬ বছর। বাড়ি বুড়িআঙ্গারি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত ওই মহিলা জঙ্গলের ধারে ধান জমিতে ধান কাটছিলেন। সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে এবং আশেপাশের লোকেরা ছুটে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই বৃদ্ধা ছুটে পালাতে পারেনি। আর তখনই ওই মহিলাকে হাতি সুরে পেঁচিয়ে মাটিতে আছাড় মারলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বনদফতরের আধিকারিকরা ও সোনামুখী থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ওই বৃদ্ধার দেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই সোনামুখী জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের।ৎতার ওপর রবিবার হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা রীতিমতো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। গ্রামবাসী মঙ্গল সোরেন জানিয়েছেন, ‘রাত হলেই হাতির আতঙ্ক গ্রাস করছে আমাদের। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, হাতিগুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক।’ এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানিয়েছন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ আমরা তার স্বামীর হাতে তুলে দেব। হাতি গুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।’