বাংলার খবর
প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার এক আইসিডিএস স্কুলের বিরুদ্ধে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার প্লাস্টিকের চাল দেওয়ার আভিযোগ উঠল সংগ্রামপুর গ্রামের এক আইসিডিএস স্কুলের বিরুদ্ধে। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর গ্রামের এক আইসিডিএস স্কুলে গত দুই সপ্তাহ ধরে চাল দেওয়া হচ্ছিল।
সেই চালে নাকি প্লাস্টিকের চাল মেশানো ছিল! গ্রামের মানুষের দাবি চালটি জলে ফেলে দিলে লম্বা হচ্ছে , এছাড়াও আগুনে দিলে প্লাস্টিকের মতই জ্বলছে! এটি একটু অন্য ধরনের চাল। অর্থাৎ প্লাস্টিকের চাল। এমনটাই দাবি করছেন সংগ্রামপুর গ্রামের বাসিন্দারা। এ ব্যাপারে গদারডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হংসরাজ বাউরী জানান, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি অন্য কোন আইসিডিএস স্কুলে এমন ঘটনা ঘটেনি। তবে ওই আইসিডিএস স্কুলে কীভাবে এই চাল এল, তা খতিয়ে দেখা হচ্ছে। আদৌ কি এটা প্লাস্টিকের চাল, তা নিয়ে সংশয় রয়েছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।
‘ তবে এ ব্যাপারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার জেলা শাসককে দায়ী করেছেন। তিনি শিশুদের ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘বাচ্ছাদের চালে প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী বাঁকুড়ার জেলা শাসক। এই চাল নিয়ে চিনের একটি কোম্পানির সঙ্গে তাঁর কথা হয়েছে। শুধু জেলা শাসক নন, তাঁর সঙ্গে জেলার রেশন ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোলাররাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত জায়গায় অভিযোগ জানাবো। বাচ্ছাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা কোনভাবেই বরদাস্ত করব না।’