রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে জরুরি বৈঠক
Connect with us

বাংলার খবর

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে জরুরি বৈঠক

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে শান্তি বজায় রাখতে নবান্নে জরুরি বৈঠক ডাকা হল। শনিবারই মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র সচিব এবং এডিজি আইন-শৃঙ্খলা। হাওড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে গোটা দেশ উত্তাল। তারা আঁচ এসে পড়েছে রাজ্যেও। গত বৃহস্পতিবার থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন, অশান্তি, অবরোধ। বৃহস্পতিবার নবান্ন সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিয়ে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর রাত ন’টা নাগাদ ১১ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখানোর পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। কিন্তু শুক্রবার সকাল থেকেই আবার হাওড়ার বিভিন্ন জায়গায় দফায় দফায় শুরু হয় অশান্তি। প্রায় সাত ঘণ্টা ধরে চেঙ্গাইলএ ট্রেন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশকিছু পুলিশ কিওস্ক ও গাড়িতেও। আক্রান্ত হয়েছে পুলিশ। এই বিক্ষোভ, আন্দোলনের জেরে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

যা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি টুইট করে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে, বিজেপির পাপের সাজা কেন জনগণকে ভুগতে হবে, সেই নিয়েও প্রশ্ন তুলে পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ বৃহস্পতিবারও রাজ্যে শান্তি বজায় রাখার জন্য অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি এবং বিজেপি শাসিত রাজ্য গুলোতে গিয়ে বিক্ষোভ দেখাবার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কয়েকজন করে গিয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাতে তাঁর পূর্ণ সমর্থন থাকবে বলেও জানিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তারপর বৃহস্পতিবার রাতে অবরোধ উঠে গেল শুক্রবার আবার নতুন করে শুরু হয় হাওড়ার বিভিন্ন জায়গায় অশান্তি।

Advertisement

এরপরই কঠোর পদক্ষেপ নিতে শুরু করে রাজ্য প্রশাসন। নামানো হয় RAF। ডোমজুড়, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া, মনসাতলা, চেঙ্গাইল, নিমদীঘি, গঙ্গারামপুর, বাজারপাড়া, ফুলেশ্বর, রাজাপুর, কুর্চি শিবপুর, খালাতপুর, গড় ভবানীপুর, উদয়নারায়ণপুর, বাগনানের বেশ কিছু জায়গা সহ আরও কিছু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সবকটি এলাকায় পুলিশি টহলদারি চলছে। যাতে ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে, তার জন্য গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কারও বিরুদ্ধে যদি অশান্তি ছড়ানো, প্ররোচনা দেওয়া বা ভুয়ো খবর ছড়ানোর প্রমাণ মেলে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যার জেরে শনিবার বিকালেই হাওড়া সিটি পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে বদল করে দেওয়া হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.