বাংলার খবর
বিষ খেয়ে আত্মঘাতির চেষ্টা, প্রাণে বাঁচলেন স্থাস্থ্যকর্মী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেসরকারি সংস্থার সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতির চেষ্টা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর। রবিবার এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের ক্যানটিনের সামনে।
ঝাড়গ্রাম সুপার স্পেশালেটি হাসপাতালে কর্মরত অবস্থায় অস্থায়ী এজেন্সির মহিলা কর্মী হাসপাতাল চত্তরের বিষ খেয়ে আত্মঘাতি করার চেষ্টা। রবিবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের ক্যানটিনের সামনে। বেসরকারি সংস্থার কর্মরত ওই স্বাস্থ্যকর্মীর নাম নীলিমা মাহাত। বাড়ি জামবনী থানার লোহামেলিয়া গ্রামে। এদিন ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের ক্যানটিনে বিষ খান তিনি। বিষ খেতে দেখে সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুন: সলমনের পর এবার খুনের হুমকির মুখে ‘ভিক্যাট’
জানা গিয়েছে সুপারভাইজার শুক্লা পালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যেখানে মানসিক অত্যাচার ও হুমকির অভিযোগ উঠে এসেছে। এদিনও তার উপর নানা ভাবে মানসিক চাপ সৃষ্টি করার কথা জানা গিয়েছে। তাই এমন কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন ওই কর্মী। এই ঘটনার পরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনার পরেও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মীদের একাংশ। তবে সুপার ভাইজারের সাথে যোগায়োগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।