অগ্নিপথ প্রকল্পের প্রভাব ও কার্যকারিতা জানতে সিট গঠনের আবেদন সুপ্রিম কোর্টে
Connect with us

দেশের খবর

অগ্নিপথ প্রকল্পের প্রভাব ও কার্যকারিতা জানতে সিট গঠনের আবেদন সুপ্রিম কোর্টে

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে ভারতের তিন প্রতিরক্ষা বাহিনী সেনা বাহিনী, নৌসেনা এবং বায়ুসেনায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। চার বছরের চুক্তিতে যাদের নিয়োগ করা হবে তাদের অগ্নিবীর বলা হবে। কেন্দ্রের এই ঘোষণার পরই অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা দেশ। দেশের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ, আন্দোলন। এবার তার আঁচ এসে পড়ল সুপ্রিম কোর্টেও। এবার কেন্দ্রের এই যোজনার প্রভাব এবং প্রয়োজনীয়তার খতিয়ে দেখার আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিটি) গঠনের আর্জি জানানো হল।

গত ঙ্গলবার সেনাবাহিনীর তিন সেনাপ্রধান অর্থাৎ সেনাবাহিনীর জেনারেল মনোজ পান্ডে, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর নৌ, স্থল এবং বায়ুসেনায় চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নয়া যোজনা অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ঘোষণার পরই দেশের একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের ১৩ রাজ্য। প্রতিবাদে বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানায় একাধিক ট্রেনে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক আন্দোলনকারীর। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্যই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনীতে এই অগ্নিপথ প্রকল্পের কার্যকারিতা এবং প্রভাব কতটা, তা জানতে দেশের সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে তদন্তের আবেদন করেছেন ওই মামলাকারী। সেই কমিটির রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এই অগ্নিপথ প্রকল্পে চাকরির মেয়াদ হবে সর্বাধিক ৪ বছর। তাদের প্রথম ৬ মাস প্রশিক্ষণ দেওয়ার পরই নিয়োগ করা হবে। তবে এই চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত সেনাদের ২৫ শতাংশকে স্থায়ী চাকরির আশ্বাস দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আরও ১৫ বছর তারা চাকরির সুযোগ পাবেন। কিন্তু বাকি ‘অগ্নিবীর’-দের চাকরির মেয়াদ হবে চার বছরই। ওই ৭৫ শতাংশ অগ্নিবীরা চার বছর পর অবসরকালে কেন্দ্রের থেকে করমুক্ত এককালীন প্রায় ১১ লক্ষ টাকা ভাতা পাবেন। এবং প্রতি মাসে তাদের বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.