দেশের খবর
মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী…মোদির দীর্ঘ রাজনৈতিক সফর স্মরণ শাহের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের প্রধানমন্ত্রীর বন্দনা শোনা গেল মোদির সেনাপতি অমিত শাহের মুখে (Amit Shah)। বুধবার প্রধানমন্ত্রীর ‘Modi@20: Dreams Meet Delivery’ বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত আরও একবার মোদির স্তুতি করলেন শাহ।
বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমিত শাহ জানালেন কীভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন মোদি। রাজনৈতিক জীবনে মোদির দীর্ঘ সফরের কথাও এদিন শোনা যায় তাঁর মুখে।
Delhi | PM Modi didn't even have experience in running panchayat when he was made a CM to run an earthquake-marred state. Despite that, he won continuously & ran the state quite efficiently: Union HM Amit Shah during launch of book 'Modi@20' by Vice President M.Venkaiah Naidu pic.twitter.com/v9cpSUUGqm
— ANI (@ANI) May 11, 2022
তিনি বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন একজন স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রনেতা। যিনি খুবই বিচক্ষণতার সঙ্গে গত ১৪ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে এসেছিলেন তখন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কেও তেমন কোনও অভিজ্ঞতা ছিল না তাঁর। সেই প্রেক্ষাপটেও তিনি প্রতিনির্বাচনে গুজরাট থেকে জিতে এসেছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।”
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের
শুধু অমিত শাহ একাই নয়, এদিন বই প্রকাশের মঞ্চে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিদেশমন্ত্রী বলেন, ”প্রধানমন্ত্রী হিসেবে মোদি সরকারের ৮ বছর চলাকালীন সময়ের মধ্যেই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। দেশের উন্নয়ন ও ভারতের কূটনীতি ব্যবস্থা, দেশের নিরাপত্তা মোকাবিলায় সীমান্তে প্রযুক্তিগত উন্নতিতেও মনোনিবেশ করেছেন তিনি। এছাড়াও বাণিজ্য এবং রফতানি ব্যবসায় $৪০০ বিলিয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানর কথা বলেছেন প্রধানমন্ত্রী।”
#WATCH 8 years of Modi govt led to global debate on terrorism. He has practiced development-focused diplomacy, focused on border infra development to meet security challenges; takes interest in trade, & addressed all our embassies to reach $400 bn exports: EAM S Jaishankar, Delhi pic.twitter.com/MHJCHkRHGm
— ANI (@ANI) May 11, 2022
mu
আরও পড়ুন: জাতীয় প্রযুক্তি দিবস: পোখরাণ সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, প্রধানমন্ত্রীকে মোদি এমন একজন নেতা যিনি সারা বিশ্বকে দেখিয়েছেন যে স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হতে পারে। আর এই বইটিতে প্রধানমন্ত্রীর স্বতন্ত্র চিন্তাধারার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে। অগ্রগামী, প্রো-অ্যাকটিভ পন্থা এবং নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিতি লাভ করার জন্য সূক্ষ্ম, রূপান্তরমূলক নেতৃত্বের শৈলী উপস্থাপন করা হয়েছে এই বইতে।”