দেশের খবর
মোদিই প্রকৃত রাষ্ট্রনেতা,নমোর ভূয়সী প্রশংসা শাহের মুখে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শাহের গলায়। মোদিকে প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে এবার অ্যাখ্যায়িত করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রী মোদির বই ‘Modi@20 Dreams Meet Delivery’ প্রকাশের আগেই তাঁকে আদর্শ রাষ্ট্রনেতার সম্মানে ভূষিত করলেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ”একজন প্রকৃত রাষ্ট্রনেতা বলতে যা বোঝায় তার নকশা তৈরি করেই এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”
তিনি আরও বলেন, ”এর আগে অতীতে ভোটে বা লোকসভা নির্বাচনে একটা কিংবা দুটো আসনে জিতে আসা পার্থীদের রাষ্ট্রনেতার তকমা দেওয়া হত। সেইভাবে তাঁদের কোনও যোগ্যতা প্রমাণ করা হত না। এমনকি স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদেরও রাষ্ট্রনেতার তকমা দেওয়া হয়ে থাকে। এই প্রবণতা আরও বেশি করে চলে এসেছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে।”
আরও পড়ুন: শেয়ার বাজারে ধস! ডলার প্রতি হু-হু করে পড়ল টাকার দাম
আগামী ১১ মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বই ‘Modi@20 Dreams Meet Delivery’। তার আগেই এদিন তিনি মোদির প্রশংসায় পঞ্চমুখ হন। শুধু তাই নয় তিনি এদিন ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদির বিপুল জয়ের প্রসঙ্গও টেনে আনেন। অমিত শাহ জানান, ১৯৭৫ সালের পর থেকে যেকোনও রাজনৈতিক নেতার তুলনায় সবথেকে বেশি ভালো কাজ করেছেন মোদি। স্বাধীনতার পর যেসমস্ত দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাঁরা রাজনৈতিক দিক থেকে স্বাধীনতা লাভের সুফল পেয়েছে।
কংগ্রেসকে হারিয়ে ২০১৪ সালে মোদির বিজয় লাভ। এছাড়াও ২০১৯ সালে পরপর দুবার প্রধানমন্ত্রীর কুর্শি দখল এককথায় মোদি ক্যারিশ্মা যে কাজ করেছে সে প্রসঙ্গও এদিন টেনে আনেন অমিত শাহ।
আরও পড়ুন: ধর্মশালা বিধানসভার গেটে খলিস্তানী ফ্ল্যাগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, ‘Modi@20 Dreams Meet Delivery’ বইটিতে যেসমস্ত বিশিষ্টজনের অবদান রয়েছে তাঁরা হলেন, সুধা মূর্তি, সাধগুরু, সদ্য প্রয়াত সুরের রাণী লতা মঙ্গেশকর, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, শিল্পপতি উদয় কোটাক, অভিনেতা অনুপম খের, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং প্রধানমন্ত্রীর প্রাক্তন সচিব নিপেন্দ্রা মিশ্র।