দেশের খবর
ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনার নতুন প্রজাতি ‘আইএইচইউ’ এর হদিশ! ফ্রান্সে আক্রান্ত ১২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বাদ নেই ভারতও। একে ওমিক্রনে রক্ষে নেই, এরইমধ্যে ফ্রান্সে খোঁজ মিলল করোনার নতুন প্রজাতির! করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নাম ‘আইএইচইউ’। ক্যামেরুন থেকে আগত এক ব্যক্তির শরীরে প্রথম এই নতুন প্রজাতির হদিশ মেলে।
এই মুহূর্তে ফ্রান্সে ১২ জন ‘আইএইচইউ’ তে আক্রান্ত বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনের থেকেও আইএইচইউ বেশি সংক্রমক। ভারত সহ গোটা বিশ্বে ওমিক্রন যেভাবে সংক্রমণ ছাড়াচ্ছে, তার থেকেও বেশি সংক্রমক ভ্যারিয়েন্টের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে বিশ্ব স্বাস্থ্য মহলেও। বিশেষজ্ঞরা বলছেন, আইএইচইউ-তে ৪৬ টি মিউটেশন রয়েছে। তবে করোনার এই নতুন প্রজাতিকে নিয়ে আরও বিশ্লেষণ এবং গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
আইএইচইউ কত দ্রুত সংক্রমিত হচ্ছে বা কতদিনের মধ্যে ছড়াচ্ছে, কখন উপসর্গ দেখা দিচ্ছে, সেগুলি এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। তবে ওমিক্রনের থেকেও এই প্রজাতি বেশি সংক্রমক, সে ব্যাপারে নিশ্চিত চিকিৎসকরা। তবে বিশেষজ্ঞরা এখনই নতুন এই প্রজাতিকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু দেখছেন না। কারণ তাঁদের মতে করোনার এই প্রজাতিগুলো দ্রুত রূপ পরিবর্তন করায় ফেটালিটি রেট বা মারণ ক্ষমতা খুবই কম। তাই নতুন এই প্রজাতিকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো কিছু দেখছেন না বিশেষজ্ঞরা।