বাংলার খবর
পাহাড়ে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে ফুচকা বানিয়ে খাওয়ালেন খুদেদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনদিনের সফরে ঠাসা কর্মসূচী নিয়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে উপস্থিত ছিলেন GTA এর শপথ গ্রহণ অনুষ্ঠানে। পাহাড়ে গিয়ে ‘কল্পতরুর’ মতো একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এদিন আবারও মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়।
এদিন রাজনৈতিক কর্মসূচীর মাঝেই রাস্তার পাশে একটি ফুচকার দোকান দেখে সোজা গাড়ি থেকে নেমে ফুচকার দোকানে চলে যান তিনি। এরপর সেই দোকানে বয়াম থেকে ফুচকা নিয়ে নিজের হাতে তাতে মশলা দিয়ে ফুচকা বানাতে লেগে পড়েন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘দখল নয়, পাহাড়কে ভালোবাসতে এসেছি’ : মমতা বন্দ্যোপাধ্যায়
তৈরি ফুচকা তেঁতুল গোলা জলে ঢুবিয়ে তা তুলে দেন বাচ্চাদের হাতে। তাঁকে দেখে ছোটখাটো ভিড় জমে যায়। ফুচকা বানানোর ফাঁকে সবার সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে কাঠের তৈরি শিল্পকলা, আর্জি সাহায্যের
এদিকে মঙ্গলবার ম্যালের চৌরাস্তায় আয়োজিত জিটিএ-র অনুষ্ঠান মঞ্চ থেকে পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, ”দার্জিলিং-এ শিল্পের প্রচুর সম্ভাবনা আছে। দার্জিলিং-এর আরও উন্নয়ন হবে। দার্জিলিং-এ নতুন শহর, শপিং মল, ইন্ডাস্ট্রিয়াল হাব, রেস্তরাঁ তৈরি করা হবে। দার্জিলিং-এ চা বাগান হোম স্টে তৈরি করার পরিকল্পনা। জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি ইন্ডাস্ট্রিকে এখানে আসতে অনুরোধ করব। পাহাড়ে অশান্তি হতে দেব না। পাহাড়ে পর্যটক অনেক বেড়েছে। বাংলা সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা। দার্জিলিং এ পানীয় জলের প্লান্ট তৈরি করা হবে”।