দেশের খবর
মহড়া চলাকালীন ভেঙে পড়ল আমেরিকার যুদ্ধবিমান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরে। একদিকে আমেরিকা যেমন নিজের দখলে রাখতে চায় তেমনি চিন নিজের অধিকার কায়েম করতে চায়। এই দখল নিয়ে প্রায় দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়।
এবার এই চিন সাগরে বাঁধল বিপত্তি। খবর পাওয়া গিয়েছে, চিন সাগরে ভেঙে পড়েছে আমেরিকার যুদ্ধবিমান। মঙ্গলবার রুটিন মহড়া চলাকালীন দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল আমেরিকার এক যুদ্ধবিমান। ঘটনায় সাত সেনা আহত হয়েছেন বলে খবর। আমেরিকার নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চিন সাগরে রুটিন সফরে গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি।
সোমবার এফ-৩৫সি যুদ্ধবিমানটি অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে বলে সূত্রের খবর। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে আমারিকার নৌবাহিনী। নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তারা। জানা গিয়েছে, বিমানের পাইলটকে আমেরিকান সেনা হেলিকপ্টার উদ্ধার করেছে। দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানের বাকি আহতদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।