জম্মু-কাশ্মীরে গাড়ি উল্টে গুরুতর যখম ৩ অমরনাথ যাত্রী
Connect with us

দেশের খবর

জম্মু-কাশ্মীরে গাড়ি উল্টে গুরুতর যখম ৩ অমরনাথ যাত্রী

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অমরনাথ যাত্রার শুরুতেই বিপত্তি। শুক্রবার ভোরে জম্মু- কাশ্মীরের রামবান জেলার বানিহালের শের বিবি এলাকায় এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর যখম হলেন তিন তীর্থযাত্রী। পুলিশ সূত্রে খবর আহতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কুন্দন কুমার (৫৯), বিবেক (১০) এবং অনিতা গুপ্তা (৪৯)। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই রাস্তা পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের গাড়িটি উল্টে যায়। আগামী রবিবার তাঁদের অমরনাথ যাওয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এ বছরের অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে উপত্যকায় অতিরিক্ত ১৫০ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। এ বিষয়ে সিনিয়ার এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, ‘জঙ্গিরা একের পর এক সাধারণ নাগরিককে টার্গেট করছে। তাই অমরনাথ যাত্রায় যাতে নিরাপত্তার কোনও ফাঁক না থাকে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Advertisement

আগামী ১১ অগাস্ট পর্যন্ত চলবে এ বছরের অমরনাথ যাত্রা। মোট ৪৩ দিন ধরে চলবে যাত্রা। তীর্থ যাত্রীদের জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর সরকার। এ বছর থেকেই প্রথম হেলিকপ্টারে অমরনাথ যাত্রা শুরু হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.