অমরনাথে বিপর্যয়, নিখোঁজদের উদ্ধার অভিযানে নেমেছে সেনা ITBP জওয়ান
Connect with us

দেশের খবর

অমরনাথে বিপর্যয়, নিখোঁজদের উদ্ধার অভিযানে নেমেছে সেনা ITBP জওয়ান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথে বিপর্যয়। হঠাৎ হড়পা বানে এখনও নিখোঁজ বহু। পুণ্যার্থীদের উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা, NDRF, ITBP-এর কর্মীদের।

জানা গিয়েছে, অমরনাথ বিপর্যয়ে এখনও বেসক্যাম্পে আটকে বহু পুণ্যার্থী। আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। পহেলগাম, বালতালের দিকে যাওয়া নিষিদ্ধ পুণ্যার্থীদের। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে করোনার কারণে দীর্ঘ দু’বছর বাদে অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। কিন্তু শুক্রবারের বিপর্যয়ের পর আনন্দের পরিবেশ এখন পুরো থমথমে। নিখোঁজ বহু পুণ্যার্থী। তাঁদের খুঁজে পেতে আর্থ মুভিং র‍্যাডার যন্ত্র দিয়ে চালানো হচ্ছে তল্লাশি। ব্যবহার করা হচ্ছে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি। কাটেনি দুর্যোগ। তারই মধ্যে জোরকদমে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা, বিএসএফ, এনডিআরএফ।

Advertisement

আরও পড়ুন: বাড়ল অমরনাথে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪০ জন পূণ্যার্থী

শনিবার কাশ্মীরের বালতাল এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। ঘটনার পর থেকে নিখোঁজ বহু। হড়পা বানে ভেসে গিয়েছেন অনেকেই। বাংলা থেকে নিহত একজন। আহতদের আপাতত তিনটি অস্থায়ী হাসপাতালে ভর্তি কড়া হয়েছে। এছাড়াও রাস্তায় আটকে পড়া পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মীদেরও পাঠানো হচ্ছে। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে বহু শিবিরের তাঁবু। অমরনাথে নিখোঁজ ৪০। অভিযানে নেমেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, করোনার কারণে গত দু’বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছে এবারের অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত এক লাখেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করে ফিরে গিয়েছেন। কিন্তু প্রথম থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে এবারের যাত্রা। খারাপ আবহাওয়ার জন্য দু’দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রা। পুণ্যার্থীদের পহলগাঁয়ের নুনওয়ান বেস ক্যাম্প থেকে আগে যেতে দেওয়া হচ্ছিল না বলেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থী শিবির, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু

বালতাল বেস ক্যাম্পেও আটকে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের। শুক্রবার আবহাওয়ার উন্নতি হওয়ায় যাত্রার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু, বিকালেই ঘটল দুর্ঘটনা। এবারের অমরনাথ যাত্রা শেষ হবে আগামী ১১ আগস্ট অর্থাৎ রাখির দিন।

Advertisement