দেশের খবর
সরকার গড়ার পথে আপ, টুইট করে হার স্বীকার করলেন অমরিন্দ্রর-নভজ্যোৎ সিধুরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকালে ভোটের ফলাফল বেরোতেই জাতীয় রাজনৈতিক মঞ্চে চমকের পর চমক। যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢেলে প্রথমবারের জন্য পঞ্জাবে সরকার গড়তে চলেছে আমআদমি পার্টি। ‘বল্লে বল্লে’ করে পঞ্জাব হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। অন্যদিকে গোয়ায় সরকার গড়বে বিজেপি। MGP-এর সমর্থনে গোয়ায় সরকার গড়তে চলেছে বিজেপি। পঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিজেপি।
জানা গিয়েছে, গোয়া,মণিপুরে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছে বিজেপি। অন্যদিকে গোয়ায় ত্রিশঙ্কু ফলাফলের ভিত্তিতে ৩ আসনে এগিয়ে তৃণমূলের জোটসঙ্গী। তবে গোয়ায় এবারও খাতা খুলতে পারল না তৃণমূল। তবে পঞ্জাব বাদে বাকি চার রাজ্যে পদ্মেই আস্থা রেখে গেরুয়া ঝড়। অন্যদিকে, পঞ্জাবে আপের উত্থানে নিজের হারকে স্বীকার করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দ্রর সিং।
কংগ্রেস ত্যাগী ৭৯ বছর বয়সী এই নেতা বৃহস্পতিবার সকালে একটি টুইট বার্তায় নিজের ব্যর্থতাকে স্বীকার করে নেন। এছাড়াও টুইট বার্তায় তিনি লেখেন, ”গণতন্ত্রে হারজিত থাকবেই। সবকিছুকেই মেনে নিতে হয়। পাঞ্জাবীরা আপে আস্থা রেখেছেন এবং ভোটবাক্সে তার ফলাফল দেখিয়েছেন।” শুধু অমরিন্দ্রর সিং-ই নয়, পঞ্জাব বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন আরও দুই মুখ্যমন্ত্রী। তাঁরা হলেন পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধুও।
আরও পড়ুন: ঝাড়ুতেই সাফ বিরোধিরা, পঞ্জাবে সরকার গড়ার পথে আমআদমি পার্টি
এদিকে পঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফলে বেলা গড়াতেই আপেদের পাল্লা ভারী হতে থাকে। তারপরই এদিন সকালে টুইট বার্তায় নিজের হার স্বীকার করে নেন ক্যাপ্টেন অমরিন্দ্রর সিং। মানুষের রায়দানকে তিনি মাথা পেতে নিয়েছেন বলে এদিন টুইট বার্তায় জানিয়েছেন তিনি। এছাড়াও টুইট করে নিজের হার স্বীকার করে নিয়েছেন পঞ্জাবের কংগ্রেস সহ সভাপতি নভজ্যোৎ সিধু। এদিন তিনি বলেন, ” মানুষের কণ্ঠই ঈশ্বরের কন্ঠ। এই রায়দান মানুষের। আমি তা মাথা পেতে নিচ্ছি।”
আরও পড়ুন: মোবাইল বিভ্রাটের জের! হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের কাউন্সিলর-চেয়ারম্যান
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>I accept the verdict of the people with all humility. Democracy has triumphed. Punjabis have shown true spirit of Punjabiyat by rising and voting above sectarian and caste lines. <br>Congratulations to <a href=”https://twitter.com/AAPPunjab?ref_src=twsrc%5Etfw”>@AAPPunjab</a> and <a href=”https://twitter.com/BhagwantMann?ref_src=twsrc%5Etfw”>@BhagwantMann</a>.</p>— Capt.Amarinder Singh (@capt_amarinder) <a href=”https://twitter.com/capt_amarinder/status/1501829790122209280?ref_src=twsrc%5Etfw”>March 10, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
পঞ্জাব বিধানসভা নির্বাচনে পাতিয়ালা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সিধু। তিনি এই কেন্দ্রের বহু দিনের পরিচিত মুখ ছিলেন। তবে এবার হাওয়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেন না তিনি। ২০২২ এর গণনায় আপ দল এগিয়ে ৮৮ টি আসনে। কংগ্রেস ১৩, শিরোমণি আকালি অল এগিয়ে ১০টি আসনে বিজেপি এগিয়ে ৫টি আসনে এবং অন্যান্য দল ১টি তে। এছাড়াও গত কয়েক দশক ধরে পঞ্জাবে শিরোনামি এবং অ-কালি দল ক্ষমতায় আসা যাওয়া করেছিল। তবে এই প্রথমবার বিপুল ভোটে জিতে পঞ্জাবে সরকার গড়ার পথে আপ (AAP)। তবে পাঁচ রাজ্যেই ভালো ফলাফল করেছে বিজেপি (BJP)।