দেশে করোনার সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা
Connect with us

দেশের খবর

দেশে করোনার সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সারা দেশে স্বস্তি ফিরছে ধীরে ধীরে। গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের গ্রাফ অনেকটাই কমেছে। করোনার প্রথম, দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসার পর সারাবিশ্বে আতঙ্ক বাড়তে শুরু করেছিল। বিশ্বের প্রায় সমস্ত দেশে বাড়তে থাকে আক্রান্তর সংখ্যা।

পাশাপাশি ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তর সংখ্যা। আক্রান্তর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে সরকার। তারপরই সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা একই আছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। বুধবারের থেকে অনেকটাই কমেছে আক্রান্তর সংখ্যা। বুধবার সংখ্যাটা ছিল ৭১ হাজার ৩৬৫।

এখনও পর্যন্ত দেশে করোণায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬০ জন। সংক্রমণ কমায় কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৪.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৬ হাজার ৫২০ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন। এর ফলে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৪ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ৩২১টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৪ কোটি ৬১ লক্ষ ৯৬ হাজার ৭১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৬ লক্ষ ৪৪ হাজার ৩৮২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭১ কোটি ২৮ লক্ষ ২৯ হাজার ৯৪৭ জনের।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.