বক্সায় বাঘের পাশাপাশি এবার হাতি শুমারিও হবে
Connect with us

বাংলার খবর

বক্সায় বাঘের পাশাপাশি এবার হাতি শুমারিও হবে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুন্দরবনের পাশাপাশি বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলেও প্রথম দফায় বাঘ গণনার কাজ শুরু হয়েছে। বনদফতরের ৮১টি দল এই বাঘ গণনায় অংশ নিয়েছে। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া জানিয়েছেন, এই সমীক্ষার উদ্দেশ্য হল বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিভিন্ন বন‍্যপ্রাণীর ঘনত্ব চিহ্নিত করা।

সেইসঙ্গে বনের কোন কোন অঞ্চলে বাঘ, হাতি, গাউর, চিতাবাঘ, হাতি, বার্কিং ডিয়ার- ইত্যাদি বন‍্যপ্রাণীর প্রজাতি রয়েছে তা খুঁজে বের করা। লাইন ট্রানসেক্ট এবং সাইন সার্ভে সমস্ত রেঞ্জ এবং বিটে একই সঙ্গে ৬ দিন ধরে চলবে। প্রায় ৮১টি দল এই সমীক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে। এই সমীক্ষাটি সম্পূর্ণ মোবাইল আ্যপ্লিকেশনে করা হবে যা বিশেষভাবে জাতীয় বাঘ সংরক্ষণ কতৃপক্ষ দ্বারা তৈরি করা হয়েছে। এবার বাঘ শুমারি সঙ্গে হাতি শুমারিও হবে। বিষ্ঠা সংগ্ৰহ করে ডিএনএ বিশ্লেষণের ভিত্তিতে হাতি শুমারি হবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ৭৬০ বর্গকিলোমিটার এলাকাতে এই গণনার কাজ চলবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া আরও জানান, ২৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ব্লক ওয়ানে ২০০ ট্র‍্যাপ ক্যামেরা লাগানো থাকছে।সেটা পরে ব্লক টুতে লাগানো হবে।

মাস খানেক আগে যে বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল তা এই গণনার সময় সাইটিং হবে বলে আশা করছে বন দফতর। তিনি আশাবাদী, এবারের গণনায় বাঘের দেখা পাওয়া যাবে।বাঘ গণনার পাশাপাশি হাতি সহ অন্য বন্যপ্রানীর গণনাও হচ্ছে। যা মার্কিং পাওয়া যাচ্ছে, তা ডিএনএ পরীক্ষার জন্য দেরাদুনে পাঠানো হচ্ছে। মাসখানেক আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি পাওয়া গিয়েছিল। বনকর্তারা আশাবাদী এবারও গণনায় বাঘের অস্তিত্ব মিলবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.