বাংলার খবর
ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৩ টি দোকান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগুনে ভস্মীভূত খানাকুল বাজারে ১৩ টি দোকান। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।
ভয়াবহ আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাজারের ১৩টি দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির আরামবাগের খানাকুলের সবজি বাজার এলাকায়।
শুক্রবার বাজারে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে খানাকুল বাজার এলাকায় ওই এলাকায় আগুন লাগার ঘটনাটি ঘটে। এরপর এলাকার বাসিন্দারাই আগুন দেখে চিৎকার শুরু করেন।
চিৎকারে শুনে এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। প্রথমে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর আগুন আয়ত্তের বাইরে চলে গেলে দমকলে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’…কাকে এমন বললেন ফিরহাদ হাকিম
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার ফলে আরামবাগের পাশাপাশি তারকেশ্বর ডিভিশন থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। তবে কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা বাড়লেও ওই ভস্মীভূত বাজারে দোকান এলাকা থেকে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।
আরও পড়ুন: ভালো যাচ্ছে না সময় শুভেন্দুর! নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খাট ভেঙে বিপত্তি
তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এদিকে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।