বঞ্চনার অভিযোগ তুলে জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি বিজেপি বিধায়ক সৌমিত্রর
Connect with us

বাংলার খবর

বঞ্চনার অভিযোগ তুলে জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি বিজেপি বিধায়ক সৌমিত্রর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দার্জিলিং, কোচবিহারকে আলাদা রাজ্যের দাবিতে আগেই সরব হয়েছে উত্তরবঙ্গের বিজেপি সাংসদ, বিধায়ক, নেতারা। এবার জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ। গত বুধ ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গলমহলের জেলাগুলোর জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জঙ্গলমহলের জেলাগুলোতে সরকার কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ানও তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল থেকে ফেরার এক সপ্তাহের মধ্যেই জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, জঙ্গলমহল সবদিক থেকে বঞ্চিত। সেই সঙ্গে নিজের দাবির স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে সৌমিত্র বলেছেন, মুখ্যমন্ত্রী যদি ৪৬টি জেলা করার কথা বলতে পারেন, তাহলে তাঁরা কেন আলাদা রাজ্যের দাবি করতে পারবেন না! কিছুদিন আগেই টাউন হলে ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সাধারণ সভায় ৪৬ জেলা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার সৌমিত্র এ প্রসঙ্গে বলেছেন, ‘রাঢ়বাংলা ও জঙ্গলমহলের জেলাগুলো সব দিক থেকে বঞ্চিত। কোনরকম উন্নয়ন হচ্ছে না। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করতে পারেন। তাহলে আলাদা বঙ্গ হলে ক্ষতির কী আছে? উত্তরবঙ্গেরও কোনও উন্নয়ন হচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয় থাকব। কিন্তু রাঢ়ভূমের উন্নয়নের জন্য কী পাচ্ছি? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোলের মতো জেলাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদা করে ভাবনা-চিন্তা করা উচিৎ। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে। তেমন জঙ্গলমহলকে আলাদা রাজ্য আমরা কেন চাইব না? দামোদরের বালি দিয়ে নেতাদের বাড়ি তৈরি হবে আর নদীর চরের গরীব মানুষরা খেতে পাবে না? গ্রামবাংলার যুবকরা চাকরি পাচ্ছেন না। নদীর বালি গরীবরা ব্যবহার করতে পারছেন না। নদীর চরের বালি, বীরভূমের কয়লাখাদানের অর্থ তুলে নিয়ে যাচ্ছে কলকাতা। গ্রামবাংলার কোনও কাজ হচ্ছে না। রাঢ় বাংলার সম্পত্তি দিয়েই চলছে কলকাতা। তা হলে আমরা রাঢ় বাংলা বা জঙ্গলমহলকে আলাদা রাজ্যের দাবি করতে পারব না কেন? আজকের দিনে এই দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। কারণ আমরা বাঁচতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ৪৬টি জেলা করার কথা বলতে পারেন, তা হলে আমিও জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্য তৈরির দাবিতে কেন্দ্রের কাছে দরবার করব।’

যদিও সৌমিত্র খাঁর এই দাবিকে খুব একটা পাত্তা দিচ্ছে না তৃণমূল। শাসক দলের নেতা, মন্ত্রীদের দাবি, পাগলের প্রলাপ বকছেন সৌমিত্র। বিজেপি বরাবরই রাজ্য ভাগের পক্ষে। অনেকদিন ধরেই তারা রাজ্য ভাগের চক্রান্ত করে আসছে। জঙ্গলমহলের মানুষ রাজ্যভাগ চায় না। বিজেপির এই অভিসন্ধি কোনও দিনই সফল হবে না বলেই দাবি তৃণমূলের।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.