বাংলার খবর
মাওবাদী পোস্টার ঘিরে TMC-BJP তরজা বাঁকুড়ায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জঙ্গলমহলের রাইপুর ব্লকের মেলেড়া ও ঢেকোর পর ফের মাওবাদী পোষ্টার পড়ল বাঁকুড়ার খাতড়ার গ্রামে। খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল ফটকের বাইরে সিপিআই (মাওবাদী)দের নামাঙ্কিত দু’টি পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে
মঙ্গলবার সকালে ঐ পঞ্চায়েতের দেওয়ালে সাদা কাগজের উপর লাল কালীতে লেখা দু’টি পোষ্টারের একটিতে ‘ওয়েলকাম টু সিপিআই(মাওবাদী) খাতড়া বৈদ্যনাথপুর জিপি ও অন্যটিতে ‘পার্টির নেতা, পুলিশ, ঠিকাদার হুঁশিয়ার। সিপিআই মাওবাদী। খাতড়া বৈদ্যনাথপুর জি.পি এভাবেই লেখা ছিল।
এই পোষ্টার রাতের অন্ধকারে কে বা কারা লাগালো স্পষ্ট নয় কারো কাছেই। খবর পেয়ে ঐ এলাকায় যায় খাতড়া থানার পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের দাবি, এইসব ভুয়ো ঘটনা।
আরও পড়ুন: SSC মামলায় স্বস্তি পার্থর, শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ কোর্টের
মাও পোষ্টার ঘিরে যথারীতি শুরু হয়ে গেছে তৃণমূল-বিজেপি তর্জা। এই পোষ্টার লাগানোর পিছনে ‘বিজেপির হাত রয়েছে’। দাবি তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘মাওবাদি বলে কিছু নেই’। জঙ্গল মহলের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেই বিজেপি এই সব করছে। ঐ এলাকার মানুষ এখন ভালো আছেন। বিধানসভার মতো আগামী লোকসভা ভোটেও তৃণমূল জঙ্গল মহলে ভালো ফল করবে বলে তিনি দাবি করেন।”
আরও পড়ুন: ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য
বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, ”তৃণমূলের উত্থানের পিছনে মাওবাদীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঐ দল ক্ষমতায় আসার পর বিভিন্ন পদে আসীন হয় মাওবাদীরা। এমনকি ছত্রধর মাহাতো পর্যন্ত তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পায়। এখন অনেকেই তৃণমূলে থেকে সুবিধা করতে না পেরে মাওবাদী হিসেবে ফের আত্মপ্রকাশ করতে চাইছে। আর তারাই এই সব পোষ্টার দিচ্ছে।” এর পিছনে বিজেপির কোনও হাত নেই বলে তিনি জানিয়েছে।