বাংলার খবর
দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Examination) মধ্যে বিবাদের জের! পরস্পরের মধ্যে হাতাহাতিতে জখম তিনজন পরীক্ষার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের আনন্দমডেল হাইস্কুলে। ঘটনায় অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হয়েছে জখম ওই তিন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবক ও শিক্ষকরা।
জানা গিয়েছে, জলপাইগুড়ি আনন্দমডেল হাইস্কুলের সিট পরেছে জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের। অভিযোগ, দুই দিন আগে শৌচাগারে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা মিটেও যায়। শনিবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ হতেই দুই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে ফের বিবাদ বাঁধে।
আরও পড়ুন: স্কুলের মধ্যেই ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার বন্দুক
অভিযোগ, জেলা স্কুলের একাংশ পড়ুয়া কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট নম্বর ছিড়ে দেয়। তা নিয়ে বিবাদের শুরু। স্কুলের বাইরে ছেলেদের ডেকে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে জেলা স্কুলের একাংশ ছাত্র বলে অভিযোগ। জখম হয় মজাঙ্গির আলী, জাহাঙ্গির আলী, ইজাজ হুসেন।
আরও পড়ুন: ‘দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না’ , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির
জখম ছাত্র মজাঙ্গির আলী বলেন,”বিনা কারণে আমাদের মারধর করল জেলা স্কুলের ছাত্ররা। মোবাইলে ফোন করে বাইরের ছেলেদের এনে মারধর করে।” যদিও এই বিষয়ে উত্তমেশ্বর হাই স্কুলের শিক্ষক মৌসম ঘোষ বলেন, গন্ডগোলের খবর পেয়ে থানায় আসলাম। থানায় জানানো হচ্ছে।”