বাংলার খবর
হাওড়ার এক হোমে শিশুদের যৌন নিগ্রহ ও বিক্রির অভিযোগ! গ্রেফতার ডেপুটি মেয়রের পুত্রবধূ, সরকারি আধিকারিক সহ ১০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবৈধভাবে শিশু দত্তক দেওয়া এবং শিশুদের ওপর যৌন নিগ্রহের অভিযোগে সরকার অনুমোদিত এক হোমের মালিকসহ ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার ২৩৪ নম্বর শ্রীরাম ঢ্যাং রোডের এক সরকার অনুমোদিত হোমে।
অভিযোগ পেয়ে শুক্রবার রাত থেকেই সেখানে তল্লাশি অভিযান শুরু করে শিশু কল্যাণ দফতর, মহিলা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। ‘করুণা পশ্চিমবঙ্গ ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি’ নামে ওই হোমটি গত ৫ বছর ধরে চালাতেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারী। ডেপুটি মেয়রের পুত্রবধূ ছাড়াও ধৃতদের মধ্যে দেবকুমার ভট্টাচার্য নামে এক ডব্লিউবিসিএস আধিকারিকও রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি সমাজকল্যাণ দফতরের আধিকারিক। শিশু দত্তক নেওয়ার ওই কেন্দ্রটিতে থেকে ছোটো ছোটো শিশুদের বিক্রি করার পাশাপাশি যৌন নির্যাতন চলত বলে অভিযোগ।
শনিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিশুদের এনে ওই হোমে রাখা হতো। এবং হোম থেকে তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে শিশু দত্তক দেওয়া হত। সূত্রের খবর, কিছুদিন আগেই ওই হোমে শিশুদের ওপর যৌন নির্যাতন করা হয় বলে নবান্নে অভিযোগ জানিয়ে ছিলেন এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে পুলিশ। তারপরই ওই হোমে অভিযান চালায় পুলিশ। এবং ১০ জনকে গ্রেফতার করা হয়। হোমটিতে বর্তমানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনায় নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘এই রকম ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন তবে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথেই চলবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে।’