বাংলার খবর
শাসক দলের পার্টি অফিস থেকে রেশন বিলির অভিযোগ! শোকজ রেশন ডিলার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রেশন দোকানের পরিবর্তে পার্টি অফিস থেকে বিলি হচ্ছে রেশনের সামগ্রী! আর সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল ব্লক প্রশাসন।এই অভিযোগে রেশন ডিলারকে শোকজ করল চন্দ্রকোনার বিডিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।
বিজেপি নেতা সঞ্জীব কালিন্দীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কেউ যাচ্ছিল না। তাই জনসংযোগ বাড়াতে এই পন্থা অবলম্বন করেছে শাসক দল। প্রশাসন তো এখন শাসকদলের কথায় চলছে বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে রেশন ডিলার দেবাংশু ঘোষালের দাবি, রেশন বিলির সময় বৃষ্টিতে সাধারণ মানুষ ভিজছিল।
তাই পার্টি অফিসের লোকজন এসে তাদের অফিসে নিয়ে চলে যায়। পার্টি অফিসটি রেশন অফিসের থেকে বড়ো হওয়ায় ওখান থেকেই তারা রেশন বিলি করতে বলেছিল। চন্দ্রকোনার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে এখনও কেউ মুখ খুলতে চাননি।