বাংলার খবর
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ! এবার হাইকোর্টেও বিক্ষোভ তৃণমূলের আইনজীবীদের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই ঘরে-বাইরে চরম বিদ্রুপের মুখে পড়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করে পোস্টার পড়েছে।
দলের মধ্যেই তাঁকে নিয়ে বিক্ষোভ ও কটাক্ষ চলছিল। এরই মধ্যে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হলো কলকাতা হাইকোর্টে তৃণমূলের লিগাল সেল। মঙ্গলবার হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন তৃণমূলের আইনজীবীরা। স্বজনপোষণ ও দুর্নীতির মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ চরিতার্থ করছেন বলে দাবি করেছেন আইনজীবীরা। হাইকোর্টের নির্বাচনে এবারই প্রথম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূলের লিগাল সেল। এতদিন না পাওয়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তৃণমূলের আইনজীবীরা।
অন্যান্য আইনজীবী এবং বিচারপতিদের সঙ্গেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুরুচিকর ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁদের অভিযোগের শেষ নেই। যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজের কাছের লোকদের সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া, হাই কোর্টে অবৈধভাবে পরিবারের সদস্যের জন্য চেম্বার করে দেওয়া, তৃণমূলের লিগাল সেলকে কখনও সাহায্য না করারও অভিযোগ উঠেছে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করছি। তাই কিছু বলব না। যা দেখার দিদি সব দেখছেন।’