বৈদ্যবাটিতে ক্লাবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিজেপি নেতাকে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস পৌরপ্রধানের
Connect with us

বাংলার খবর

বৈদ্যবাটিতে ক্লাবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিজেপি নেতাকে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস পৌরপ্রধানের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপি নেতার জমি দখলের অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। ঘটনা হুগলির বৈদ্যবাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকার। বেআইনি ভাবে পুকুর ভরাটেরও অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি স্নেহাংশু মহন্তের অভিযোগ, স্থানীয় রবীন সংঘ ক্লাবের সদস্যরা তাঁর বাস্তুজমি দখলে করে খুঁটি পুতে দেয়। স্নেহাংশু বাবুর দাবি, পুকুরের জমি দখল করে ক্লাব করা হয়েছে। জোর করে জমি দখল করেছে। ওই পুকুরের পাশেই রয়েছে স্নেহাংশু বাবুর জমি। সেই জমিরও বেশ কিছুটা দখল করা হয়েছে বলে অভিযোগ।

স্নেহাংশুবাবুর অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই তাঁর উপর চাপ সৃষ্টি করে জমি নিয়ে নিতে চাইছে ক্লাবের সদস্যরা। এই জমি স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে মাপা হয়েছিল।

Advertisement

যদিও ক্লাব সভাপতি জয় ঘোষ দাবি করেছেন, ক্লাব তৈরির সময় স্নেহাংশু মহন্ত নিজে ছিলেন। স্নেহাংশু নিজে পুকুরের জায়গা দখল করে সীমানা দিতে চাইছেন। তিনি নিজের বলে যে জমি দাবি করছেন, তা আদৌ ওঁনার না।তবে ক্লাব সভাপতি মেনে নিয়েছেন ক্লাবের কিছুটা অংশ পুকুরের দাগে রয়েছে।

বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেছেন, ‘অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হবে বিষয়টি।পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টরকে দেখে রিপোর্ট দিতে বলেছি। পরিবেশের ক্ষতি হলে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি করে বলে কারও জমি দখল করে নেওয়া যাবে না।’

Advertisement