পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম, বিস্তর দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে
Connect with us

রাজনীতি

পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম, বিস্তর দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  ফের বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস মুর্শিদাবাদের বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে এল স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী গরীব দুঃস্থদের মাথার উপর ছাড় দেবার জন্য ব্যবস্থা করেছেন বাংলা আবাস প্লাস প্রকল্পের বাড়ির।ইতিমধ্যেই গ্রামে গ্রামে শুরু হয়েছে এই প্রকল্পের বাড়ি তৈরির কাজ।

রাজ্য সরকার সদ্য এই প্রকল্পের একটি পূর্ণ তালিকা প্রকাশ করেছে প্রতি গ্রাম পঞ্চায়েত ধরে। আর এখানেই গলদ ধরা পড়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরিফ দেওয়ানের বিরুদ্ধে বাংলা আবাস প্লাস যোজনায় দুর্নীতি স্বজনপোষণ করার অভিযোগ উঠেছে।

বড়ঞার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রকাশিত বাংলা আবাস যোজনা ঘর তৈরি তালিকা ধরে অভিযোগ আনা হয়েছে। বড়ঞার ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক বলেন, ”বড়ঞার  এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরীফ দেওয়ান প্রকাশিত ঘরের তালিকা উনার বাবা বাকাই দেওয়ানের নাম যেমন ঢুকিয়েছেন। তেমনই কাকা আসেবর দেওয়ান, কাকাতো ভাই নুর জামাল দেওয়ান ,কাকা আনসার দেওয়ান, মনসুর দেওয়ান এইরকম পরিবারের ১৮ জনের নাম ঢোকানো হয়েছে তালিকায়।”

Advertisement

আরও পড়ুন: রোগী ICU-তে এমন অবস্থায় চলে গিয়েছে যে, সে স্যালাইন নিচ্ছে না : দিলীপ ঘোষ

অভিযোগ, যাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে। পুরো বিষয়টির তদন্ত করুক প্রশাসন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক তার দাবিও জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে বড়ঞার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বড়াল বলেন, ”যখন এই তালিকা তৈরি করা হয়েছিল তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে আমি ছিলাম না। কি হয়েছে বলতে পারব না। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে।আইন মেনে সবকিছু হবে ।নাম থাকলেই যে বাড়ি হবে সেরকম কথা নেই।” 

আরও পড়ুন: ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত টাকা লাভ হয়েছে’, শ্বেতপত্র প্রকাশের দাবি দিলীপের

Advertisement

তবে উপপ্রধান শরীফ দেওয়ান যে ভুল করেছে সে কথা মেনে নিয়ে উনার পিতা বাঁকায় দেওয়ান জানিয়েছেন, ”আমার বাড়ি রয়েছে ঠিকই আমি না বুঝেই এই অন্যায় কাজ করেছি। নিজেই তালিকায় নাম তুলেছি।” যদিও বিষয়টি নিয়ে বড়ঞার বিডিও মনীষা নন্দী শুধু জানিয়েছেন, উল্লেখিত ঘটনার লিখিত অভিযোগ ইতিমধ্যেই জমা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। পূর্ণাঙ্গ তদন্ত হবার পর দোষী ব্যক্তির শাস্তি ব্যবস্থা নেয়া হবে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞার থানার অধীন বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে সদ্য প্রকাশিত হয়েছে কুড়িটি গ্রাম সংসদের বাংলা আবাস যোজনা প্লাস ঘরের তালিকা। যেখানে কুড়িটি গ্রাম সংসদের ৩৮৭ জন উপভোক্তা স্থান পেয়েছেন বলে জানা গিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.