দেশের খবর
ব্রহ্মপুত্রের পার থেকে ভারতীয় কিশোরকে অপহরণের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বাড়তে পারে চিনের সঙ্গে বিবাদ। এবার চিনের বিরুদ্ধে ভারতীয় কিশোরকে অপহরণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে এই মর্মে টুইট করেছেন অরুণাচল প্রদেশের সাংসদ তাপির গাও। অপহৃত কিশোরের নাম মিরাম তাড়ন।
খবর পাওয়া গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় জিদো গ্রামের বাসিন্দা দুই কিশোর মিলে শিকার করতে যায়। সেখানে ওই দুই কিশোরকে অপহরণ করার চেষ্টা করে চিনা সেনা। এক কিশোরকে অপহরণ করতে পারলেও অপরজন পালিয়ে আসে। সেই এসে বিষয়টি জানায়। অরুণাচল প্রদেশের যেখানে সাংপো নদী, সেখানেই অপহরণের ঘটনাটি ঘটেছে। এই সাংপো নদী অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
২০১৮ সালে এই এলাকাতেই ভারতীয় ভূখণ্ডে প্রায় চার কিলোমিটার রাস্তা বানিয়েছিল চিন। সেই এলাকাতেই এই অপহরণের ঘটনাটি ঘটেছে। অপহৃত কিশোরের ছবি দিয়ে সকালে টুইট করেন সাংসদ তাপির গাও। অপহৃত কিশোরের মুক্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবী করেছেন তিনি। এছাড়াও তিনি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও কথা বলেছেন এবং সরকারের হস্তক্ষেপ দাবী করেছেন।