ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ
Connect with us

বাংলার খবর

ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ভোট প্রচারে টাকা বিলি করার অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। আগামী ২৭ তারিখ রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডান, বাম, গেরুয়া সব পক্ষই।

এর মধ্যেই মালদার ইংরেজবাজার পৌরসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে টাকা বিলি করার অভিযোগ উঠল। ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কৃষ্ণ মন্ডল। তাঁর বিরুদ্ধেই ভোটের প্রচারে টাকা বিলের অভিযোগ উঠেছে। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই বিজেপি প্রার্থীকে পকেট থেকে টাকা বের করে এক ব্যক্তিকে দিতে দেখা গিয়েছে। তাঁর গলায় ছিল বিজেপির উত্তরীয়।

তবে বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল দাবি করেছেন ভোটারদের নয়, দলীয় কর্মীকে সাহায্য করেতেই তিনি টাকা দিয়েছেন। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন, তাই তিনি টাকা দিয়েছেন। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল। জেলা তৃণমূল নেতা দুলাল সরকারের দাবি ভোটারদের প্রভাবিত করতেই টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনও প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। ওই বিজেপি প্রার্থীর প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনে যাচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।

Advertisement
Continue Reading
Advertisement