বাংলার খবর
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রায়গঞ্জ থানার কর্নজোড়া এলাকার বাসিন্দা সুরোজ বাসফোর শারিরীক অসুস্থতার জন্য সোমবার সকালে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষন থাকার পরই মৃত্যু হয় সুরোজের। এই খবর জানাজানি হতেই, হাসপাতালে ছুটে আসে মৃতের আত্মীয় পরিজনরা।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতালে পুলিশ পৌঁছালে মৃতের আত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত সুরোজের দাদা ভীম বাসফোরের অভিযোগ, ‘সকালে আমার ভাইকে ভর্তি করার পর ঠিকই ছিল। তারপরে ভাই কী কারণে মারা গেল, জানি না। চিকিৎসার গাফিলতির জন্যই ভাই মারা গিয়েছে।’ অন্যদিকে এনএসভিপি প্রিয়াঙ্কা রায় জানিয়েছেন, ‘ঘটনাটি জেনেছি। লিখিত কোনও অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে। মেডিক্যাল বোর্ড বসিয়ে কী কারণে মৃত্যু হল, তার তদন্ত করা হবে।’