বাংলার খবর
রামপুরহাটে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেওয়ায় প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন দীনেশ মণ্ডল। পাশেই ৯ নম্বর ওয়ার্ডে থাকেন দাদা তাপস মণ্ডল।
অভিযোগ, দীনেশবাবু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শহর ছাড়া। আতঙ্কে রয়েছেন তাঁর পরিবারের লোকজন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতী প্রথমে দীনেশবাবুর বাড়িতে হামলা চালায় অভিযোগ। এরপর দাদা তাপস মণ্ডলের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দীনেশবাবুর স্ত্রী ইতি মণ্ডল জানিয়েছেন, ‘আতঙ্কে আমরা সন্ধ্যা থেকেই বাড়ির দরজা বন্ধ রাখি।
রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কয়েকজন দুষ্কৃতী প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর পাথর, ইট দিয়ে বাড়ির সমস্ত জানালার কাঁচ ভেঙে দেয়। লাথি মেরে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশীরা বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যাওয়ার আগে দুষ্কৃতীরা রীতিমতো হুমকি দেয় যে, মনোনয়ন তোলা না হলে গুলি করে মেরে দেওয়া হবে। আমার ভাগ্নি পুলিশকে ফোন করেছিল। কিন্তু পুলিশ এখনও আসেনি।’ তাপসবাবুর অভিযোগ, ‘দুষ্কৃতীরা আমার বাড়ির কাঁচও ভেঙে দিয়েছে। প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। বারবার ওরা খুনের হুমকি দিচ্ছিল। পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ এখনও আসেনি।’