বাংলার খবর
সন্ধ্যার পর মাঠে থাকতে পারবেন না মহিলারা, ক্লাবের অদ্ভুত ‘ফতোয়ায়’ বিতর্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এ এক আজব ‘ফতোয়া’। ফাইভ-জি’র যুগে মুখে সাম্যবাদের কথা বললেও খেলার মাঠে নারী পুরুষের প্রবেশাধিকারে আজব ‘আদেশনামা’ ক্লাব কর্তৃপক্ষের! যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মেদিনীপুর (Midnapore) শহরজুড়ে।
নারী পুরুষের সমান অধিকার নিয়ে আজকের দিনে প্রায়ই আওয়াজ তোলেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। ফাইভ-জি’র দুনিয়ায় পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে হাঁটছেন নারীরা, দাবি এমনই বঙ্গবাসীর। তবে এমন সমাজে দাঁড়িয়েও সামান্য মাঠে প্রবেশাধিকার নিয়ে পুরুষ ও মহিলাদের জন্য আজব নির্দেশনামা জারি করেছে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার একটি ক্লাব। যা ঘিরে বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন: কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
ক্লাবের তরফে রীতিমতো নির্দেশ দিয়ে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাঠে থাকতে পারবেন পুরুষেরা। তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মহিলারা মাঠে থাকতে পারবেন সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত, এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত মহিলারা মাঠে থাকতে পারবেন সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
ক্লাব কর্তৃপক্ষের পেরেছে এমন নির্দেশনামা যে কখনোই সমর্থনযোগ্য নয় এমনটাই দাবি করছেন এলাকার মানুষেরা। মাঠে সময় কাটাতে আসা শহরবাসীর দাবি, এমন নির্দেশে খাটো করে দেখানো হচ্ছে মহিলাদের, নারী পুরুষের মধ্যে তৈরি করা হচ্ছে বিভেদ। এমন নির্দেশ তখনই সমর্থনযোগ্য নয় বলেও দাবি করেছেন তারা। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, রাত বাড়লেই শহরের এই অতি পরিচিত মাঠে বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব। নারী নিরাপত্তার কথা ভেবেই জারি করা হয়েছে এমন নির্দেশিকা।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডের ছায়া নন্দীগ্রামে, দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
তবে ক্লাবের এমন দাবিকে ঘিরে উঠছে প্রশ্ন। শহরের বুকে জনবহুল এলাকায় থাকা মাঠে যদি মহিলা নিরাপত্তা প্রশ্নের মুখে থাকে তাহলে কেন প্রশাসনের সাহায্য নেওয়া হল না ? যদিও এ প্রশ্নের উত্তর দিতে কার্যত হোঁচট খেতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। ক্লাবের আগে এই নির্দেশনামা কি আজও প্রত্যাহার করা হবে! সেটাই এখন বড় প্রশ্ন।