বেনারসি থেকে বেগমপুরি সবই মিলবে রেলের আউটলেটে, কোন স্টেশনে জানুন...
Connect with us

বাংলার খবর

বেনারসি থেকে বেগমপুরি সবই মিলবে রেলের আউটলেটে, কোন স্টেশনে জানুন…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হস্তশিল্প ও কুটির শিল্পকে আর্থিক দিক থেকে চাঙ্গা করার জন্য পূর্ব রেলের তরফ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হল। যার নাম হচ্ছে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’।

এই উদ্যোগ মারফত সমস্ত হস্তশিল্প ব্যবসায়ীরা সরাসরি রেলের স্টেশনে প্ল্যাটফর্ম নিজেদের হস্তশিল্পের আউটলেট খুলতে পারবেন। সেই মতই হুগলির কোন্নগর স্টেশন খুলেছে নদীয়ার শান্তিপুরের শাড়ির একটি আউটলেট। ট্রেন ধরতে এসে শাড়ির দোকান দেখতে পেয়ে একইসঙ্গে স্তম্ভিত এবং আনন্দিত মহিলা নিত্যযাত্রীরা।

রেলের প্লাটফর্মে শাড়ির দোকান তা দেখেই উচ্ছ্বসিত মহিলা নিত্যযাত্রীরা। বেনারসি থেকে শুরু করে তাঁত, ছাপা, বেগমপুরির মতো রকমারির শাড়ি রয়েছে কোন্নগরের তিন নম্বর প্ল্যাটফর্মের ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট আউটলেটে। ১৩০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত দামের শাড়ি পাওয়া যাচ্ছে এই আউটলেটে।

Advertisement

আরও পড়ুন: দরজা খুলতেই মা-ছেলের ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠলেন প্রতিবেশীরা!

পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানান, হস্তশিল্পী ও কুটির শিল্পীদের আর্থিক দিক থেকে চাঙ্গা করে তোলার জন্য পূর্ব রেলের এই প্রয়াস। ইতিমধ্যেই শিয়ালদা, হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে এই ওয়ান স্টেশন অল প্রোডাক্ট এর আউটলেট খোলা হচ্ছে।

আরও পড়ুন: মোবাইল চুরি করে চম্পট! নেশা মুক্তি কেন্দ্র থেকে বমাল সমেত চোর ধরল পুলিশ

Advertisement

হাওড়া ডিভিশনে কোন্নগর, চন্দননগর, উত্তরপাড়া সহ মোট ২৮ টি স্টেশনে আউটলেট খোলা হবে। প্রতিটি স্টেশনে একটি করে হস্তশিল্পের আউটলেট থাকবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট। তিনি আরও বলেন, ”যদি কোনও শিল্পী তার নিজের আউটলেট রেলস্টেশনে খুলতে চান তাহলেও তাকে সিনিয়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে”। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.