ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই কলকাতায়! ১৬, ১৮, ২০ ফেব্রুয়ারি ইডেনে নামবেন বিরাটরা
Connect with us

খেলা-ধূলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই কলকাতায়! ১৬, ১৮, ২০ ফেব্রুয়ারি ইডেনে নামবেন বিরাটরা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পড়ন্ত শীতে আবারও ক্রিকেট কার্নিভালে মেতে উঠতে চলেছে ইডেন গার্ডেন্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের ১৬, ১৮ ও ২০ তারিখে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচ।

তবে বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে কিছু জানানো না হলেও দুই-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। তবে রাজ্য ও দেশের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে ম্যাচ তিনটি দর্শকশূন্য মাঠে হবে নাকি ৫০ শতাংশ দর্শক নিয়ে অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর। রাজ্যে এখনও জারি রয়েছে করোনার কঠোর বিধি-নিষেধ। তার মধ্যেও মেলা, জিম, বিউটি পার্লার, সেলুন, সিনেমার শুটিং ও যাত্রার ক্ষেত্রে বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। ফেব্রুয়ারি মাসেও রাজ্যে করোনার বিধি-নিষেধে জারি থাকবে বা থাকলেও খেলার ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

তবে, দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যাবে বলেই আশাবাদী সিএবি। ওই তিন তারিখে ম্যাচ হবে ধরে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএবি। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসেই ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ গুলি প্রথমে হওয়ার কথা ছিল আহমেদাবাদ, জয়পুর এবং কলকাতায়। এবং টি-টোয়েন্টি ম্যাচ গুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কটক, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমে। কিন্তু দেশে বেলাগাম করোনা সংক্রমণের জন্য ভেন্যু কমানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এবং দুই দলই একাধিক শহরে ঘুরে সিরিজ খেলতে রাজি ছিল না।

Advertisement

তাই এই সিরিজের সূচি চূড়ান্ত করতে গত বুধবারই বৈঠকে বসে ছিল বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি। বোর্ড সচিব জয় শাহ চেয়েছিলেন দুই সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হোক তাঁর নিজের গুজরাত ক্রিকেট সংস্থার আহমেদাবাদের নবনির্মিত স্টেডিয়ামে। তবে সেই প্রস্তাবে রাজি হননি কমিটির একাধিক সদস্য। ভার্চুয়াল বৈঠকে রীতিমত ঝড় ওঠে। কমিটির অন্যতম সদস্য প্রবীর চক্রবর্তী একের বদলে দু’টি মাঠে দুটি সিরিজ করার প্রস্তাব দেন। তারপরে ঠিক হয় ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে এবং টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর আগে ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল গত বছর ২১ নভেম্বর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এবারও সেই অনুমতি পাওয়া যাবে বলেই আশাবাদী বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। সেই সিরিজ খেলে দেশে ফিরেই ঘরের মাঠে ক্যারিবিয়ান চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.