বাংলার খবর
বৃহস্পতিবার মধ্যরাত থেকেই উঠে যাচ্ছে রাজ্যের সমস্ত কোভিড বিধি-নিষেধ! তবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অবশেষে স্বস্তি, দু’বছর পর রাজ্য থেকে উঠে যাচ্ছে করোনার বিধি-নিষেধ। শুক্রবার থেকেই উঠে যাচ্ছে নৈশ কারফিউ সহ করোনার বিধি-নিষেধ। তবে বাকি বিধি-নিষেধ উঠে গেলেও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এখনও করে যেতে হবে বলে বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির উপর নজর রেখে সময় উপযোগী সমস্ত পদক্ষেপই করা হয়েছে। ২০০৫ অতিমারি আইন মেনে বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের জারি করা আগের কোভিড বিধি বলবৎ থাকছে।
১ এপ্রিল মধ্যরাত থেকেই তা উঠে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এক্সিকিউটিভ কমিটি বর্তমান কোভিড পরিস্থিতির মূল্যায়ণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের যে সমস্ত জায়গায় বেশি জনসমাগম হয়, সেই সমস্ত জায়গায় স্যানিটাইজেশনের কাজ চলবে বলেও এই নির্দেশিকায় জানানো হয়েছে। সতর্কতামূলক ভাবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলোকে কোভিড বিধি মেনেই কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। তবে গোটা দেশ জুড়েই করোনার প্রকোপ কমতে থাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য করোনার বিধি-নিষেধ প্রত্যাহার করেছে। ২০২০ সালের ২০ মার্চ দেশজুড়ে শুরু হয় লকডাউন। ২৪ মার্চ কোভিড বিধি নিয়ে প্রথম নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র।
এরপর পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময়ে কোভিড নির্দেশিকায় নানা বদল আনা হয়েছে। বাংলা সহ গোটা দেশ কোভিডের তিনটি ঢেউ দেখেছে। করোনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। হারাতে হয়েছে অসংখ্য প্রিয়জনকে। মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে আরও অনেক কিছুই। কঠিন বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়া শিখিয়েছে এই করোনা অতিমারি। এসবের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলে শুক্রবার থেকে রাজ্যে উঠে যাচ্ছে করোনার বিধি-নিষেধ। তবে পরিস্থিতির দিকে নজর থাকবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন।