বিনোদন
এপ্রিলেই কাপুর ঘরনি আলিয়া, দেখে নিন কারা রয়েছেন নিমন্ত্রিতদের তালিকায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ১৩ থেকে ১৮ এপ্রিল বি-টাউনে বসতে চলেছে বিয়ের আসর। সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পর বহু প্রতীক্ষিত সেলিব্রেটি কাপল রণবীর-আলিয়া। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। বলিউডের জমকালো হাইপ্রোফাইল এই বিয়ের নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন গোটা কাপুর পরিবার থেকে শুরু করে করণ জোহর, মণীশ মালহোত্রা, রণবীর-দীপিকা সহ আরও অনেকে।
এদিকে বিটাউনের অন্দরের গুঞ্জন থেকে শোনা যাচ্ছে বিয়ের আসর বসতে চলেছে কাপুরদের পৈতৃক ভিটে মুম্বইয়ের RK house-এ। এছাড়াও এপ্রিলের শেষে হতে পারে গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, সঞ্জয়লীলা বনশালি, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, করণ জোহর সহ আরও অনেকে।
আরও পড়ুন: এপ্রিলেই কাপুর ঘরনি হতে চলেছেন আলিয়া, বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন
উল্লেখ্য, আগেই শোনা গিয়েছিল চলতি এপ্রিল মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তাঁরা। এই বিষয়ে দুই পরিবারের তরফে সেভাবে মুখ না খুললেও আপাতত এটা স্পষ্ট যে এপ্রিলেই কাপুর ঘরনি হতে চলেছেন আলিয়া ভাট। তবে বলিউডের অন্যান্য সেলিব্রেটি দম্পতিদের মতোন তাঁদের ওয়েডিং ডেস্টিনেশন বিদেশ নয়। অনেকেই ভেবেছিলেন ক্যাট্রিনা-ভিকি কৌশলের দেখানো পথে রাজস্থানের উদয়পুরেই বিয়ে সারতে পারেন রণবির-আলিয়া। তবে শোনা যাচ্ছে উদয়পুর নয় নিজের শহর মুম্বইতেই মনের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এই তারকা যুগল। এরজন্য আপাতত ওয়েডিং ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে Mumbai-এর Chembur এর RK house কে। বলিউডের বহু প্রতীক্ষিত হাইপ্রোফাইল এই বিয়েতে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন নিজেদের আত্মীয়স্বজন এবং পরিচিত বন্ধুবান্ধব। শোনা যাচ্ছে ঘটা করে নয় বরং খুব গোপনেই বিয়ে সারতে ইচ্ছুক Alia-Ranbeer।
আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রির অফিসে হামলার অভিযোগ
বিয়ের ব্যাপারে বলিউডের এই দুই তারকা সেভাবে প্রকাশ্যে মুখ না খুললেও ছবির কাজ নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন তাঁরা। অতি সম্প্রতি Alia Bhatt এর ‘গঙ্গুবাই কাথিওয়াড়ি'(Gangubai Kathiawadi) বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এছাড়াও দক্ষিনী তারকা অভিনেতা জুনিয়র এনটিআর এবং এনটিআর-এর সঙ্গে করা ছবি ‘RRR’ ও দারুণ সাফল্য পেয়েছে দর্শক মহলের কাছে।এছাড়াও পরবর্তী ছবি হিসেবে এরপর তাঁকে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্রে’ দেখা যাবে। ছবিটি আগামী ৯ সেপ্টেম্বর-এ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। অভিনেত্রীর ডার্লিংস এবং রকি অর রানি কি প্রেম কাহানিও রয়েছে।