বিনোদন
করমুক্ত হয়েও হোঁচট খেল ‘সম্রাট পৃথ্বীরাজ’!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৩ জুন প্রেক্ষাগৃহে এসেছে অক্ষয় এবং মানুষী চিল্লার অভিনীত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। মুক্তির আগে ছবি ঘিরে বেশ উত্তেজনা দেখা গেলেও, মুক্তির পর তেমন সারা ফেলতে পারেনি এই ছবি। শুক্রবার সারা ভারত জুড়ে ১০.৭০ কোটি টাকা ব্য়বসা করেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। তার পর দিন সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ১২.৬০ কোটিতে। রবিবার ১৬ কোটির কিছু বেশি এসেছে এই ছবির ভাঁড়ারে। চতুর্থ দিনে অর্থাৎ সোমবার মাত্র ৫ কোটি টাকার আয় করেছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবি।
হিসেব করলে রবিবারের তুলনায় ৫৫ শতাংশ কম ব্য়বসা করেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। চার দিনে সারা দেশে মাত্র ৪৪.৪০ কোটি টাকা আয় করেছে ঐতিহাসিক ঘরানার এই ছবি।
উল্লেখ্য, ছবি মুক্তির আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অক্ষয় কুমার অভিনীত ছবিকে উত্তরপ্রদেশে করমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। ইউপির পর মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডেও ছবিটি করমুক্ত করা হয়েছে। এবার গুজরাতবাসীর জন্য ৭ই জুন সম্রাট পৃথ্বীরাজকে করমুক্ত করা হয়েছে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভারতের সাহসী যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র সম্রাট পৃথ্বীরাজকে করমুক্ত করার ঘোষণা করেছেন। কিন্তু তারপরও মিলছে না সারা।