বিনোদন
রাজনীতিতে আসছেন খিলাড়ি কুমার? জানালেন দিনক্ষণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডের অ্যাকশন কিং অক্ষয় কুমার তার ছবি ও অভিনয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। ফিটনেস ফ্রিক থেকে শুরু করে নিজের দিনযাপন তাঁর থেকে শিক্ষা নেই তরুণ সমাজ। কিন্তু বর্তমানে রাজনীতিতে যোগদান নিয়ে খবরের শিরোনামে রয়েছেন তিনি। এর আগে বহুভার প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথের সাথে দেখা গিয়েছে তাঁকে। তাই রাজনীতিতে যোগদান প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন খিলাড়ি কুমার।
সম্প্রতি এক বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি সক্রিয় রাজনীতিতে কবে আসছেন। অথবা কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘আমি ছবি তৈরি করা নিয়েই খুশিতে আছি। একজন অভিনেতা হিসেবে সামাজিক যেকোনও কিছু নিয়ে বার্তা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। প্রায় ১৫০টা ছবি আমি প্রযোজনা করে ফেলেছি। সামনেই মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। এই ছবিটাও আমার মনের অত্যন্ত কাছের। সামাজিক নানা সমস্যা নিয়ে অনেক বাণিজ্যিক ছবি আমি প্রযোজনা করেছি। বছরে ৩ থেকে ৪টে ছবি আমি প্রযোজনা করি।’
উল্লেখ্য, প্যাডম্যান, টয়লেট, এয়ারলিফট, বেবির মত বেশ কিছু দেশাত্মবোধক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যা মানুষের কাছে কিছু না কিছু বার্তা পৌঁছায়। সেখান থেকে প্রশ্ন ওঠে যে আদৌও কি তিনি রাজনীতিতে আসতে ইচ্ছুক। সেই বিষয় নিয়েই এবার অকপট অক্ষয় কুমার।