৬৭ বছর পর টাটার হাতে এল এয়ার ইন্ডিয়া!
Connect with us

দেশের খবর

৬৭ বছর পর টাটার হাতে এল এয়ার ইন্ডিয়া!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতীক্ষার অবসান। টাটাদের হাতে এল এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিল টাটা গ্রুপ। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান, এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপে ফিরে পেয়ে তাঁরা আনন্দিত।

এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের এয়ারলাইন হিসেবে গড়ে তুলতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। আনুষ্ঠানিক হস্তান্তরের আগে চন্দ্রশেখরন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন।জানা গিয়েছে, সমস্ত শেয়ার সাফল্যের সঙ্গে Talace Pvt Ltd- এর হাতে ট্রান্সফার করা হয়েছে। এই কোম্পানিই এয়ার ইন্ডিয়ার নতুন মালিক হিসেবে আত্মপ্রকাশ করল। এবার থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত কাজ পরিচালনা করবে এই নয়া কোম্পানি।

বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের তরফে সচিব তুহিনকান্ত পাণ্ডে বিবৃতিতে একথা জানিয়েছেন। প্রসঙ্গত, গতবছর কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পূর্ণ হয়েছে। এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটাদের হাতে গিয়েছে। অবশেষে এদিন মালিকানা সংক্রান্ত সমস্ত কাজ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হল।

Advertisement
Continue Reading
Advertisement