ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান
Connect with us

দেশের খবর

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউক্রেনে আটকে পড়েছেন অসংখ্য ভারতীয়। তাদের মধ্যে বেশিরভাগই সে দেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র-ছাত্রী। কীভাবে তাঁদের ফেরত আনা যাবে, তাই নিয়ে চলছিল আলোচনা।

কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে ভারতীয়দের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ইউক্রেনের আকাশ পথ এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছিল না। অবশেষে জানা যাচ্ছে, ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া থেকে প্রথম বিমান রওনা হয়েছে মুম্বইয়ের উদ্দেশ্যে। আর এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মুম্বইতে পৌঁছনোর কথা ওই বিমানটির।

পাশাপাশি আরও একটি বিমান দিল্লিতে পৌঁছবে। উল্লেখ্য, বর্তমানে ইউক্রেনের আকাশ পথ বন্ধ। ফলে বহু ভারতীয় আটকে পড়েছে সেখানে। কেন্দ্রের তরফ থেকে বিকল্প পথে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ইউক্রেনের সীমান্ত এলাকাগুলোতে আটকে থাকা ভারতীয়দের সড়কপথে নিয়ে এসে বুখারেস্ট থেকে বিমানে করে ভারতে নিয়ে আসা হচ্ছে। এভাবেই বাকিদেরও ফেরত আনা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আপাতত কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলা গেল বলে মনে করা হচ্ছে।

Advertisement