বিমানসেবিকাকে যৌন নির্যাতন, এলনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Connect with us

আন্তর্জাতিক

বিমানসেবিকাকে যৌন নির্যাতন, এলনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাইক্রো ব্লগিং সাইট ‘Twitter’ কিনে নেওয়ার প্রসঙ্গ উঠতেই বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন টেসলার কর্ণধার তথা ধনকুবের এলন মাস্ক।

টেসলার CEO এলন মাস্কের বিরুদ্ধে এবার উঠল এক চাঞ্চল্যকর অভিযোগ। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে এলন মাস্কের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে, নিজেরই উড়ান সংস্থার এক বিমানসেবিকাকে যৌন নির্যাতন করেছেন এলন মাস্ক।

ঠিক কী অভিযোগ উঠেছে এলনের বিরুদ্ধে? এলনের নিজের উড়ান সংস্থা ‘SpaceX’-এ চাকরি করতেন অভিযোগকারী ওই এয়ার হোস্টেস তরুণী। অভিযোগ, ২০১৬ সালে নিজেরই একটি বিমানে ভ্রমণের সময় ওই তরুণীকে যৌন নির্যাতন করেছেন এলন মাস্ক। শুধু তাই নয়, বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য এলন নাকি ওই তরুণীকে ২.৫০,০০
০ মার্কিন ডলার দিয়েছিলেন।

Advertisement

‘Business Insider reported’-এর রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ২০১৬ সালে এলন মাস্ক তাঁকে যৌন উত্তেজকপূর্বক ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তাই নয়, অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে তাঁকে ছোঁয়ার চেষ্টা করেছিলেন তিনি। অভিযোগ, ওই তরুণী যদি এলনকে ম্যাসাজ করে দেন তাহলে তাঁকে তিনি ঘোড়াও কিনে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: এবার থেকে ভোট দেবেন রিপাবলিকান পার্টিকে, হঠাৎ কেন এমন বললেন এলন

এমনকি উড়ানে নিজের ব্যক্তিগত কেবিনে তাঁকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন এলন মাস্ক। জানা গিয়েছে, ওই তরুণীকে যখন নিজের কেবিনে ডেকেছিলেন তখন এলনের পরনে প্রায় কিছুই ছিল না। সেই সময় তাঁকে ম্যাসাজ করে দেওয়ার জন্য লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। এরপর ২০১৮ সালে এইসব বিষয় যাতে বাইরে না যায় তার জন্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার দেওয়ার অভিযোগ উঠেছে এলনের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: ৩ মাস পর কিয়েভে খুলে দেওয়া হল মার্কিন দূতাবাস

এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলন মাস্ক। তিনি বলেন, ”আমি যদি সত্যিই এই ধরনের কোনও ঘটনার সঙ্গে যুক্ত থাকতাম তাহলে বিষয়টি অনেক আগেই প্রকাশ্যে আসত। এতদিন পর না। আমার ৩০ বছরের কেরিয়ারে এই ধরনের অভিযোগ প্রথম এলো।” শুধু তাই নয়, ওই সংবাদমাধ্যম তাঁর বদনাম করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.